ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মির্জা ফখরুল ও মির্জা আব্বাস গ্রেফতার

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ শুক্রবার (০৯ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ।

পুলিশের ওপর হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার গভীর রাতে দুজনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছিল পরিবার। পরে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

শেষ পর্যন্ত মামলায় গ্রেপ্তার দেখানোর তথ্য জানিয়ে হারুন অর রশিদ জানান, জিজ্ঞাসাবাদে তারা নিশ্চিত হয়েছেন যে, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় হুকুম দিয়েছেন মির্জা ফখরুল ও আব্বাস। তাদের পরিকল্পনাতেই ঘটনাগুলো ঘটে। পুলিশের করা মামলাগুলোতে আসামি করা হয়েছে তাদের। আজ বিকেলেই তাদের আদালতে তোলা হবে।

আগামীকাল শনিবার ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা রয়েছে। দলটি সমাবেশ করার অনুমতি পেয়েছে রাজধানীর গোলাপবাগ মাঠে । এর মধ্যে গত বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দিতে চাইলে শুরু হয় সংঘর্ষ। এতে একজন নিহত ও শতাধিক আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারটি পৃথক মামলা দায়ের করে। এসব মামলায় বিএনপির শীর্ষ পাঁচ শতাধিক নেতার নামোল্লেখসহ কয়েক হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। শুক্রবার শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইমন ইবনে মুমিন ওরফে ইমন মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।

>>>  শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :