ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর জাতীয় কাউন্সিল আগামী ফেব্রুয়ারিতে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী বছর ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ঐক্যবদ্ধ সম্মেলনের বিষয়টি জানান সংগঠনটির নেতারা।

বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন- ফয়েজ উল্লাহ, নজির আমিন চৌধুরী জয়, রাগীব নাঈম ও দীপক শীল।

ব্রিফিং এ বলা হয়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংঘর্ষিক দুই অংশের এক সভা গত বুধবার এ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সৌরভ সোমাদ্দার এবং সঞ্চালনা করেন বিএম জুবায়ের প্রধান। সভা থেকে ৪১তম ঐক্যবদ্ধ জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্মেলন সফল করার জন্য ৫০১ সদস্যের প্রস্তুতি পরিষদ গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

এতে আরও জানানো হয়, সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অনিক রায় এবং আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুমাইয়া সেতু। আগামী শনিবার যৌথ কর্মীসভার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি পরিষদ ঘোষণা করা হবে।

>>>  প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : ফখরুলের বিরুদ্ধে থানায় অভিযোগ

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :