ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী ৩ দিন এয়ারপোর্ট রোড এড়িয়ে চলার নির্দেশনা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর সংলগ্ন অংশ আগামী তিনদিন এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সরকার। আগামী ১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১২টা পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া সড়কের ওই অংশ দিয়ে না যেতে অনুরোধ করা হয়েছে।

বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনে সড়কে উন্নয়নকাজ চলবে বিধায় এই নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)।

বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী চারটি লেনের মধ্যে দুটি লেনে উন্নয়নকাজ চলবে বিধায় যানজট সৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য উল্লিখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে।

এর আগে একই কারণে ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সড়কটি এড়িয়ে চলার নির্দেশনা ছিল।

ঢাকার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়কটিতে দীর্ঘদিন ধরে বিআরটি প্রকল্পের কাজ চলতে থাকায় সড়কের এখন বেহাল দশা। এজন্য ঢাকার মূলভাগ থেকে উত্তরা-গাজীপুরের দিকে যেতে মানুষকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে।

>>>  বিতর্কে যেতে চাই না- কাদের

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :