ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আয়াত হত্যা মামলার আসামি ফের ৭ দিনের রিমান্ডে

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার নিখোঁজ পাঁচ বছরের শিশু আয়াত হত্যা মামলায় আবীর আলীর ফের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

শিশু আয়াতকে অপহরণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত আবীর আলীকে ১০ দিনের রিমান্ড নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৫ নভেম্বর নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে নিখোঁজ হয় পাঁচ বছর বয়সী আলিনা ইসলাম আয়াত। ২৪ নভেম্বর রাতে আবির আলীকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটকের পর পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে শিশু আয়াতকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করে খুন করার কথা স্বীকার করে আবির।

আবিরের বরাতে পিবিআই জানিয়েছে, আয়াতকে খুন করে মরদেহ ছয় টুকরা করে সাগরে ফেলে দেওয়া হয়। এরপর মরদেহের খণ্ডিত অংশ উদ্ধারে পিবিআই অভিযান চালালেও এখন পর্যন্ত উদ্ধার করতে পারেনি।

উল্লেখ্য, ২৬ নভেম্বর আবিরকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিলো। এ ঘটনায় আয়াতের বাবা সোহেল রানা বাদী হয়ে নগরের ইপিজেড থানায় মামলা দায়ের করেন। গতকাল রোববার শিশু আলীনা ইসলাম আয়াতকে অপহরণের পর হত্যায় অভিযুক্ত রিমান্ডে থাকা আবীর আলীকে সঙ্গে নিয়ে মরদেহের খণ্ডিত অংশগুলোর সন্ধানে ফের তল্লাশি চালায় পিবিআই চট্টগ্রাম মেট্রো। তবে কিছুই উদ্ধার করতে পারেনি পিবিআই।

এদিকে আসামি আবীর আলীকে আদালত থেকে প্রিজন ভ্যানের কাছে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মারধর করতে উদ্যত হয় এবং তার ঘৃণ্য কাজের প্রতিবাদ জানায়। তবে পুলিশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দ্রুত তাকে আদালত এলাকা থেকে নিয়ে যায়।

>>>  ব্রাজিলে ফুটবল মাঠে গোলরক্ষককে উদ্দেশ্য করে পুলিশের গুলি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :