ঢাকা, সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পুত্রসন্তানের বাবা হলেন রিয়াজ

ঢালিউডের জনপ্রিয় নায়ক রিয়াজের ঘরে নতুন অতিথি এসেছে। তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। শনিবার (২৬ নভেম্বর) রাতে রিয়াজ ফেসবুকে তার সন্তানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আল্লাহর রহমতে আমাদের পরিবারে নতুন সদস্য আরিজ সিদ্দিকী। আপনাদের দোয়া কামনায়।’

এ প্রসঙ্গে রিয়াজ গণমাধ্যমকে বলেন, গত সপ্তাহে রাজধানীর স্কয়ার হাসপাতোলে তার পুত্র সন্তানের জন্ম হয়। মা ও সন্তান দুজনেই এখন ভালো আছে। সুস্থ আছে।

২০১৫ সালের ৩০ মে প্রথমবার বাবা হয়েছিলেন রিয়াজ। বর্তমানে তার ৭ বছর বয়সী মেয়ের নাম আমীরা সিদ্দিকী। এর আগে ২০০৭ সালের ২২ নভেম্বর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে মডেল তিনার বাগদান হয়। ওই বছরের ১৮ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

>>>  শিশু আয়াতের দেহের খণ্ডিতাংশ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :